photo
Academic Profile:
Name of Exam Group GPA/Grade/Division Year Institute Board
SSC / Equivalent
HSC / Equivalent
Diploma in Nursing Science and Midwifery / Orthopaedics
Declaration
১। আমি অঙ্গীকার করছি যে, ভর্তির সময় মার্কশীট ও সনদের মূল কপি জমা প্রদান করিব এবং কোর্স শেষ না হওয়া পর্যন্ত উত্তলোনের আবেদন করিব না।
২। সমস্ত কোর্স ফি চুক্তি অনুযায়ী পরিশোধ করিব। ভর্তি কালীন সময়ে প্রদেয় ফি ফেরত চাইব না এবং কোর্স চলাকালীন অধ্যায়ন করিতে না পারিলে ভার্তি বাতিল করিতে চাইলে চুক্তি অনুযায়ী সমস্ত কোর্স ফি পরিশোধ করিব।
৩। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক পরীক্ষার ফি,রেজিষ্ট্রেশন ফি অভ্যন্তরীণ পরীক্ষার ফি সমূহ কোর্স ফির অন্তর্ভুক্ত নহে।
৪। প্রতি বছর শিক্ষা সফরের টাকা নির্ধারিত হারে আলাদা পরিশোধ করিব।
৫। বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর সকল পরীক্ষার পূর্বে হিসাব বিভাগ হয়তে বকেয়া পাওনা নাই মর্মে প্রত্যয়ন পত্র সংগ্রহ করিব। অন্যথায় পরীক্ষা বাতিল হয়লে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না।
৬। ক্লাসে বা ক্লিনিকাল প্লেসমেন্টে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে প্রতিষ্ঠান কতৃক নির্ধারিত প্রতিদিন হারে জরিমানা প্রদান করিব।
৭। অধ্যায়ন কালীন সময় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলের সমস্ত নীতিমালা মানিয়া চলিতে বাধ্য থাকিব।
৮। প্রতিষ্ঠানলনের প্রশাসন কর্তৃক শৃঙ্খলা ও অন্যান্য সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলিয়া গন্য হবে।
৯। ক্যাম্পাসে ধুমপান, মাদক,এবং অশৃংখল কর্মকাণ্ড, অবৈধ, আইন বিরোধী বলে গন্য হবে এবং ইহা হয়তে সম্পূর্ণ বিরত থাকিব।
১০। পর পর দুই মাসের বেতন বকেয়া থাকিলে ভর্তি বাতিল বলিয়া গন্য হবে এবং পরবর্তী অধ্যায়নের জন্য পুনঃভর্তি ফি প্রদান করিতে হবে।